রণবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে: আলিয়া
নাফিজা আক্তার
বলিউডে সবচেয়ে চর্চিত ও হিট তারকা যুগলদের মধ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে একে আপরের সঙ্গে ডেট করছেন তারা। প্রায় সময়ই তাদের বিয়ের গুঞ্জন খবরের শিরোনামে থাকে। তবে এবার বিয়ে নিয়ে খোদ মুখ খুলেছেন গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি-র নায়িকা আলিয়া ভাট। জানিয়ে দিলেন, অনেক দিন আগেই রণবীরকে তিনি বিয়ে করে ফেলেছেন।
সব জল্পনা উস্কে দিয়ে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মানসিকভাবে অনেকদিন আগেই রণবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। সবকিছুই কোন না কোন কারণে ঘটে। আমরা যখনই বিয়ে করি না কেন, সেটা খুব সুন্দরভাবেই ঘটবে।’
এর আগে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, ‘মহামারি আমাদের জীবনে ধাক্কা না দিলে বিয়েটা হয়ে যেতো।’ পাঁচ বছর আগে ‘ব্রহ্মাস্ত্র’র সেটে পরিচয় হয় আলিয়া এবং রণবীরের। বছর খানেক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮ সালে সোনম কাপুরের রিসেপশন পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সেই সব জল্পনায় জল ঢালেন তাঁরা। এরপর থেকে সম্পর্ক নিয়ে বারবার প্রকাশ্যেই কথা বলতে দেখা গেছে তাঁদের।