যে কারণে শপথ নেননি ডিপজল-রুবেল-মৌসুমীরা
নাফিজা আক্তার
নানা আলোচান-সমালোচনা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসির প্রাঙ্গনে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে জয়লাভ করেন সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন নায়ক জায়েদ খান। এই ভোটে মিশা-জায়েদ প্যানেল থেকেও বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন। কিন্তু শপথ পাঠরে অনুষ্ঠানে সেই প্যানেলের নির্বাচিত কাউকে দেখা যায়নি। এই তালিকায় আছেন, রুবেল ডিপজল, মৌসুমীর মতো তারকারা। তবে অনুষ্ঠানে মিশা সওদাগর উপস্থিত হয়ে সাবেক সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান।
হয়তো আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে মিশা থাকলেও তারা কেন শপথ নিতে আসেননি? কারণ এই নির্বাচনে মিশা-জায়েদের পক্ষে ছিলেন তারা। কিন্তু ভোটে নানা অনিয়মে জড়িয়ে পরায় প্রাথমিক ফলাফলে জয়ী হলেও জায়েদ খানের প্রার্থীতা বাতিল হয়েছে। এ কারণেই তারা শপথ অনুষ্ঠান বয়কট করেছে।
আবার শোবিজ অঙ্গনে গুঞ্জন রটেছে জায়েদ খান নিজ প্যানেলের জয়ী প্রার্থীদের নিয়ে আবার নতুন করে আলাদাভাবে শপথের আয়োজন করবেন।
এর আগে নায়িকা নিপুণের জয়কে মেনে নেননি নায়ক জায়েদ খান। তিনি দাবি করেছেন, এই আপিল বোর্ড অবৈধ। আমি কঠোর ব্যবস্থা নিবো। এমনকি আজকের শপথ অনুষ্ঠানেও দেখা যায়নি গেল দুই মেয়াদের এই সাধারণ সম্পাদককে।