যে কারণে মেয়ের মুখ লুকালেন অক্ষয়!
নাফিজা আক্তার
বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও তারকা সুলভ জীবন যাপনে অভ্যস্ত নন হোটেল বয় থেকে নায়ক বনে যাওয়া অক্ষয় কুমার। বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত তারকা তিনি। তবুও পরিবারের সঙ্গে সময় কাটাতে মোটেও ভুলে যান না। এক কথায় তাকে বলা যায় ‘ফ্যামিলি ম্যান’। সারাদিনের কাজ শেষে বলিউডের জাকজমকপূর্ণ পার্টি ছেড়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অক্ষয় কুমার।
স্ত্রী টুইঙ্কল খান্না, দুই ছেলে মেয়ে আরভ ও নিতারাকে নিয়ে সুখের সংসার অক্ষয়ের। ছেলে বড় হয়ে গেলেও মেয়ে নিতারা এখনও রয়েছে সেই ছোট্টটি। আরাভকে মাঝে মধ্যে পাপারাৎজিদের ক্যামেরায় দেখা গেলেও মেয়েকে ক্যামেরার সামনে আনতে নারাজ অক্ষয় কুমার।
এখন পর্যন্ত মেয়ের যে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয় তার সবকটিই মুখের এ পাশের ছবি। নয়তো অস্পষ্ট। সম্প্রতি মেয়ে নিতারার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয়, সেখানেও মেয়ের মুখ তেমন ভাবে দেখাননি অভিনেতা।
এ কারণে সবার মুখে একটাই প্রশ্ন মেয়েকে নিয়ে এতো লুকোচুরি কেন অভিনেতার? আসলে দীর্ঘদিন শোবিজের দুনিয়ায় থাকতে থাকতে এই জগত সম্পর্কে যথেষ্ঠ জেনে গেছেন অক্ষয়। তিনি জানেন পাপারাৎজিরা গসিপ করার জন্য অনেক কিছুই করতে পারে। এছাড়া তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষদের কৌতূহলেরও কারণ হয়ে থেকেছে। বি-টাউনের তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়।
কিছুদিন আগে হাঁটার ধরণ নিয়ে কুৎসিত ট্রোলের শিকার হতে হয়েছে অভিষেক ও ঐশ্বর্যর দশ বছরের মেয়ে আরাধ্যা বচ্চনকে। সেই কারণেই মেয়েকে নিয়ে এতটা সতর্ক থাকেন অক্ষয়।
সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয়ের সিনেমা ‘সূর্যবংশী’এরই মধ্যে আয় করেছে ১৫০ কোটি রুপি। এরপর ২১ জানুয়ারি আসছে ‘পৃথ্বীরাজ’। ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। গত সোমবার যশরাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। যশরাজ ফিল্মসের এই ঐতিহাসিক ছবিতে মোহাম্মদ ঘুরির চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। আর পৃথ্বীরাজের প্রেমিকা ও স্ত্রী সংযুক্তার চরিত্রে অভিনয় করবেন মানুষি ছিল্লার। এই মুহূর্তে ‘রাম সেতু’ ছবির শুটিং শুরু করেছেন অক্ষয়।