যে কারণে বাংলাদেশে আসার অনুমতি পাননি সানি লিওন
তানজিলা ফাহিম
নীল তারকা থেকে বলিউডি সিনেমার নায়িকা হয়ে ওঠা সানি লিওনের বাংলাদেশ সফরের অনুমতির বাতিলের কারণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তথ্য গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন এই নায়িকা। আর সেজন্যই তার আসার অনুমতি বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।
১১ মার্চ আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।
গেল ২ মার্চ ‘সোলজার’ নামে নির্মিতব্য একটি চলচ্চিত্রে অংশ নিতে ভারতীয় ১০ অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং এক মার্কিন অভিনেত্রীকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসা ও কাজের অনুমতি দেওয়া হয়। দশজনের ওই তালিকায় থাকা মার্কিন অভিনেত্রীই সানি লিওন, তালিকায় যার নাম দেওয়া ছিল করণজিৎ কাউর ওয়েভার নামে।
তথ্যমন্ত্রী বলেন, ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওন তার নাম ব্যবহার না করে অন্য নামে ও মার্কিন নাগরিক হিসেবে নিবন্ধন করেছিলেন।
বিষয়টি জানার পর সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি।