যেভাবে ঝরলো ৫২ প্রাণ, জানালো বেঁচে ফেরা শিশু শ্রমিক
সাদাকালো নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানায় তৈরি হতো সেজান জুস, নসিলা, ট্যাং, কুলসন ম্যাকারনি, বোর্নভিটার মত জনপ্রিয় সব খাদ্যপণ্য, সারা দেশের মানুষ যা চেনে, শিশুরা পছন্দ করে খায়। অগ্নিকাণ্ডের পর স্বজনদের কথায় জানা গেল, বিভিন্ন বিদেশি কোম্পানির অনুমোদন নিয়ে তাদের ব্র্যান্ড নেইম ব্যবহার করে এসব পণ্য তৈরির কাজে শিশু শ্রমিকদেরও ব্যবহার করা হতো।
আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানালেন, ৩৫ হাজার বর্গফুট আয়তনের ছয়তলা ওই কারখানা ভবনে অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা তারা দেখেননি; জরুরি বের হওয়ার প্রয়োজনীয় সংখ্যক পথও সেখানে ছিল না। ছাদে ওঠার দুটি সিঁড়ির মধ্যে একটি আবার ছিল তালা মারা, যেটি খোলা থাকলে অনেক মানুষের প্রাণ বাঁচানো যেত বলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশিষ বর্ধনের বিশ্বাস।