যেভাবে উত্থান দর্জি মনিরের?
সাদাকালো নিউজ ডেস্ক
তার নাম মো. মনির খান। লোকে ডাকেন দর্জি মনির। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতা, এমপি, মন্ত্রীর সঙ্গে তার ওঠা বসা। এমন ছবিতে ঠাসা ফসবুক প্রোফাইল। তবে এই সব ছবিই আসলে ফটোশপের কারসাজি। দর্জি মনির ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে একটি ভুঁইফোড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।