ম্যানচেস্টার ছাড়ছেন রোনালদো!
সাদাকালো নিউজ
২০২১ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মহা সমারোহে সেখানে ২য় অধ্যায় শুরু করেছিলেন তিনি। দীর্ঘ ১২ বছর পর ইউনাইটেডে ফিরে ক্লাব কর্তৃপক্ষ থেকে এবং সমর্থকদের উষ্ণতম অভ্যর্থনাও পেয়েছিলেন পর্তুগিজ এ সুপারস্টার।
কিন্তু চলতি বছরের শুরু থেকে অফফর্মে রয়েছে এই তারকা। জানা গেছে, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। এর মধ্যেই রোববারের ম্যানচেস্টার ডার্বি মিস করেছেন এই পর্তুগিজ তারকা। আর এতেই জোরালো হয়েছে ক্লাব ছাড়ার গুঞ্জন।
কোমরের নিচের অংশের সমস্যার কারণে রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকবেন না তিনি। তবে বেঞ্চে থাকবেন, দলের প্রয়োজনে তাকে বদলি হিসেবে তাকে নামানো হবে। এমন পরিকল্পনা ভালো লাগেনি রোনালদোর। আর সেই কারণেই ক্লাবের ডিনারেও যোগ দেননি এ তারকা ফুটবলার। সোমবার রাতেও রোনালদোর প্রতিনিধিরা নিশ্চিত করতে পারেনি, মঙ্গলবার দলের অনুশীলনে রোনালদো থাকবেন কি না?
সাম্প্রতিক সব ঘটনাবলী মিলিয়ে মানসিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই রোনালদো। এখন নতুন মৌসুমে নতুন ঠিকানা খুঁজে নিতে আগ্রহী তিনি।