মিঠামইন হাওরে ঢাকাই চলচ্চিত্রের জায়েদ, মিশা, ডিপজল এবং রুবেল
রাকিব হাসান
ভ্রমণ পিপাসুদের কাছে মিঠামইন হাওর এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেই মিঠামইন হাওরে একটি রিসোর্ট উদ্বোধনে হয়েছে এলাহি কাণ্ড। ঢাকা থেকে রীতিমতো হেলিকপ্টারে সেখানে গেছেন ঢাকাই চলচ্চিত্রের পাঁচ নামীদামী মুখ।
৩ সেপ্টেম্বর সকালে হেলিকপ্টারে চড়ে কিশোরগঞ্জে যান চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক রুবেল।
কিশোরগঞ্জের বিশাল এই হাওর এখন কানায় কানায় পূর্ণ। ছুটির দিনে মানুষ হাওরের জলে একটু শরীর ভেজানোর জন্য ছুটছে। সুন্দর এই হাওরে মানুষের মনকে আরেকটু রাঙাতে আর রাত্রিযাপন করার বিষয় মাথায় রেখেই মিঠামইনে নির্মিত হচ্ছে বেশ কিছু রিসোর্টও।
ঢাকা থেকে হেলিকপ্টারে কোরে সেখানে এই অভিনেতাদের সাথে ছিলেন, দুই উঠতি চিত্রনায়িকাও।