মাহফুজুর রহমানকে ছেড়ে কাকে বিয়ে করলেন ইভা রহমান?
রাকিব হাসান
সংগীতশিল্পী ইভা রহমান আবারও বিয়ে করেছেন। ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় এই বিয়ে হয়। এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।
জানা যায়, ইভার দ্বিতীয় স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী। ১৮ই সেপ্টেম্বর রাতে নতুন স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেন ইভা রহমান। ছবিতে শুভেচ্ছা জানান কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এরপরই শুরু হয় অন্যনদেরও শুভ কামনা জানানো।
পরিবর্তন আসছে ইভা রহমানের নামেও। নতুন স্বামীর পদবী নিচ্ছেন তিনি। এখন থেকে তাঁর নাম ইভা আরমান। ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’
এর আগে কণ্ঠশিল্পী ইভা বিয়ে করেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে। ইভা প্রেজেন্টার হিসেবে চাকরি জীবন শুরু করেন এটিএন বাংলায়। কাজের সুবাদেই চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ে। দীর্ঘদিন সংসার শেষে বিচ্ছেদ হয় তাদের।
জানা যায়, চলতি বছরের চৌঠা জুন মাহফুজর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ইভার। ১৭ই সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান এই শিল্পী।
ইভা রহমানের এখন পর্যন্ত প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগড়ে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’উল্লেখযোগ্য।