মার্চ উইন্ডোর জন্য ২৩ সদস্যের দল ঘোষণা
সাদাকাল নিউজ
জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। আসন্ন মার্চ উইন্ডোর জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন তিনি। জাতীয় দলের কোচ হিসেবে এটি তার ঘোষিত প্রথম দল।
২৩ জনের দলে নতুন মুখ হিসেবে দেখা যাবে সাইফ স্পোর্টিংয়ের মিডফিল্ডার মেরাজ হোসেন ও বাংলাদেশ পুলিশের ফরোয়ার্ড ফয়সালকে। অনেক দিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার নাসিরুল ইসলাম, শেখ জামালের রায়হান হাসান, মোহামেডানের জাফর ইকবাল ও আবাহনীর নবীব নেওয়াজ জীবন।
দলে থাকা ২৩ জনের মধ্যে রয়েছে বসুন্ধরা কিংসের ১১ জন, ঢাকা আবাহনীর ৫ জন, সাইফ স্পোর্টিংয়ের ৩ জন ও শেখ জামাল, শেখ রাসেল, মোহামেডান ও পুলিশের একজন করে রয়েছেন।
নতুন কোচ ক্যাবরেরার দলে গোলরক্ষক রয়েছে তিনজন। তাদের মধ্যে রয়েছেন সোহেল ,জিকো, রানা।ডিফেন্সে ক্যাবরেরা বেছে নিয়েছেন ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন, নাসির, রায়হানদের।
ইনজুরিতে থাকা মার্চ উইন্ডোতে ডাক পাননি তপু বর্মণ।
২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক: শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা
ডিফেন্ডার : ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, নাসিরুল ইসলাম নাসির, রায়হান
হাসান।
মিডফিল্ডার : সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, মোহাম্মদ ইব্রাহীম, রাকিব হোসেন, জুয়েল রানা, বিপলু আহমেদ, মেরাজ হোসেন