মামলায় হেরে আর্থিক সংকটে অ্যাম্বার হার্ড
সাদাকালো নিউজ
হলিউড তারকা অ্যাম্বার হার্ড অভিনয়ের পাশপাশি ফ্যাশন ও স্টাইলের জন্য বেশ জনপ্রিয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাগাজিন বা সংবাদের খবরে উঠে এসেছে নিজের ফ্যাশন আর স্টাইলের জন্য দু’হাতে টাকাকড়ি উড়াতেন এই অভিনেত্রী। তবে বর্তমানে মুদ্রার উল্টোপিঠও দেখতে শুরু করেছেন তিনি।
স্প্যানিশ দৈনিক মার্কার তাঁদের এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯ই জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রিজহ্যাম্পটনে টি জেড ম্যাক্স- এর দোকানে ঢুঁ মারতে দেখা গেছে অ্যাম্বারকে। পরে যখন বুঝতে পারেন তাঁকে ক্যামেরা অনুসরণ করছে, তখন তিনি শপিংয়ের ঝুড়ি রেখেই সেখান থেকে সটকে পড়েন।
৩৬ বছর বয়সী এ অভিনেত্রী ক্যামেরার লেন্স দেখে ছুটে পালিয়ে গেলেও ততক্ষণে তিনি ক্যামেরাবন্দি হয়ে যান। টি জেড ম্যাক্স- এর দোকানে অ্যাম্বারের পাদচারণার ভিডিওটি এখন নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। টি জেড ম্যাক্স- এর দোকানে শপিংয়ের সময়ে অ্যাম্বার হার্ডের সঙ্গে ছিলেন তাঁর বোন হুইটনি হেনরিকসও।
ধারণা করা হচ্ছে, সাবেক স্বামী ও হলিউড তারকা জনি ডেপের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মানহানি মামলায় হেরে আর্থিকভাবে বড় রকমের ধাক্কা খেয়েছেন অ্যাম্বার হার্ড। মামলায় পরাজয়ের কারণে জনি ডেপকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে হার্ডকে।
যদিও শেষ পর্যন্ত নানা কাটাছেঁড়ার পর তাঁকে পরিশোধ করতে হবে ৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। কিন্তু শোনা যাচ্ছে, এ অর্থ পরিশোধ করার মতো আর্থিক অবস্থাতাতেও নেই অ্যাকুয়াম্যান খ্যাত এ অভিনেত্রী। এজন্যেই এখন টাকা বাঁচানোর দিকে অধিকতর মনোযোগী হার্ড।








