মাজার থেকে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু
মাজার থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৯ মার্চ) রাত ১২টার দিকে বাগেরহাটের মোংলা পৌরসভার মৌখালী এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র। নিহতরা হলেন- মোংলা পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ (২২), ভাগনে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)। তারা তিনজনই বন্ধু।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিন বন্ধু। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।