মনু মিয়া থেকে যেভাবে আজকের জায়েদ খান!
নাফিজা আক্তার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার। চেম্বার আদালতে উচ্চ আদালতের পূর্বের আদেশ ‘স্থগিতাদেশ’ ও ‘স্থিতাবস্থা’ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। অন্যদিকে বিএফডিসিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে চিত্রনায়িকা নিপুণ দাবি করেছেন তিনিই বৈধ সাধারণ সম্পাদক। একইসঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের আসল নাম নিয়ে হয়েছে ট্রোল এবং অনেকেই করেছেন মজা।
১৫ ফেব্রুয়ারি নিপুণের সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুকে একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন, পিরোজপুরে জমিসংক্রান্ত ইস্যুতে জায়েদ খানের বিরুদ্ধে যে মানববন্ধন হয়েছে সেখানে আপনার ওপরে অনেকটাই আঙুল তোলা হয়েছে। তারা বলেছেন, জায়েদ খানের প্রতিপক্ষ হিসেবে আপনি তাদেরকে ইন্দন দিচ্ছেন? এমন ব্যাপারে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘মানববন্ধন হয়েছে কিন্তু জায়েদ খান ঠিক না জহুরুল হক মনু মিয়ার নামে। তার মানে জায়েদ খানের পিরোজপুরে আসল নাম মনু মিয়া।’
এসময় খোরশেদ আলম খসরুসহ সংবাদ সম্মেলনে থাকা আরও অনেকেই হাসি দেন। এবং এই মৃদু হাসির জন্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খানের নতুন নাম নিয়ে মানে আসল নাম নিয়ে হচ্ছে ট্রোল। অনেকেই বলছেন, মনু মিয়া থেকে জায়েদ খান হয়েছেন আমাদের বর্তমান সময়ের চিত্রনায়ক। জায়েদ খানের এই মনু নাম নিয়ে অনেকেই কিন্তু হাসাহাসি করছেন এবং বিএফডিসিতে এখনো এটি চলমান রয়েছে।