ভুয়া সেনা কর্মকর্তা র্যাবের হাতে ধরা!
নাফিজা আক্তার
দীর্ঘদিন যাবত নিজেকে বিভিন্ন নামি প্রতিষ্ঠানের সিইও, মার্কেটিং ম্যানেজার কিংবা মার্চেন্ডাইজার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পোশাক প্রস্তুতকারকের কাছে ওয়ার্ক-অর্ডার দিতেন তিনি। এসব ওয়ার্ক অর্ডারের বিপরীতে পণ্য সংগ্রহ করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিতেন। এরপর পণ্য প্রস্তুতকারকেরা পাওনা অর্থ চাইলে শুরু করতেন টালবাহানা।
এসব অপকাণ্ড করে পার পাওয়ার জন্য নিজেকে কখনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবার কখনো পুলিশ বাহিনীর প্রধান আইজিপির আত্মীয় কিংবা সংসদ সদস্যের নিকটাত্মীয় পরিচয় দিতেন তিনি। এভাবে পাঁচ বছরে অন্তত তিন কোটি টাকা হাতিয়ে নেন এই প্রতারক। নাম তার এ এ এম সালাউদ্দিন ভূইয়া। বয়স ৫৫ বছর। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত বাঁধাই করা একটি ফটোফ্রেম, সেনাবাহিনীর ব্যবহৃত একটি গেঞ্জি, ক্যাপ, মানিব্যাগ ও মেডেল, চারটি জাল লেটার প্যাড, একটি জাল সিল, দুটি জাল ক্রয়াদেশ, দুটি জাল সোয়াচ প্যাড, দুটি চেকবই, তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন কন্টেন্ট এবং নগদ প্রায় ১০ হাজার টাকা জব্দ করা হয়। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা মাছ ব্যবসায়ী সালাউদ্দিনের নানা অপকাণ্ডের তথ্য তুলে ধরেন।