ভালো আছেন বেগম খালেদা জিয়া
সাদাকালো নিউজ
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
বুধবার (১৪ জুন) দুপুরে চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া ভালো আছেন।
খালেদা জিয়ার চিকিৎসক টিম তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে তা জানানো হবে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।