বয়কট নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক জায়েদ খান
নাফিজা আক্তার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার পরদিনই চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন বয়কট করেছে চিত্রনায়ক জায়েদ খানকে। ৫ মার্চ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তবে এই সিদ্ধান্তকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন জায়েদ খান। বয়কট প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জায়েদ বলেন, জায়েদ বলেন, ‘এটা তো আমি আগেই বলেছিলাম, কোর্টের রায় যদি হয়, আমি যদি জয়লাভ করি, তাহলে কিছু লোক এটা করবে। এ পরিকল্পনা আগে থেকেই চলছে, এটা আসলে প্রি-প্ল্যানড।’
বয়কটের কারণ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘২৮ জানুয়ারির নির্বাচনের দিন ভোটার ছাড়া অন্যরা প্রবেশ করতে পারবে না-এটা আমার সিদ্ধান্ত? এই অনুমতি সোহান ভাই উপস্থিত থেকে নিয়েছে, নির্বাচন কমিশনের কাছে শুনতে পারেন। আমার এতো ক্ষমতা আছে যে নির্বাচনের দিন চলচ্চিত্রের অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দিব না?’
এর আগে এফডিসিতে জরুরি একটি সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক সোহানুর রহমান সোহান। যদিও এই জরুরি সভায় চলচ্চিত্র শিল্পী সমিতির কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।