ব্যবসায়ী নায়িকা নিপুন কেন চান শিল্পীদের নেতৃত্ব?
শরীফুল ইসলাম
এই মুহূর্তে চলচ্চিত্রপাড়ার সবচেয়ে আলোচিত নায়িকা নাসরিন আক্তার নিপুন। ২০০৬ সালে ক্যারিয়ার শুরুর পর এক দশকে ছোট পর্দা ও চলচ্চিত্রে একের পর এক সাফল্যের দেখা পান তিনি। তবে গেল কয়েক বছর অনেকটাই পর্দার আড়ালে চলে যান। অভিনেত্রী থেকে হয়ে ওঠেন ব্যবসায়ী। গড়ে তুলেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। নাম লেখান প্রযোজক হিসেবেও। তবে করোনাকালে চলচ্চিত্র শিল্পী সমিতির বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে ডিপজল-অনন্ত জলিলের মতো নিপুনকেও দেখা গেছে সহশিল্পী ও সিনেমার কলাকুশলীদের পাশে দাঁড়াতে। তখনই বোঝা যাচ্ছিল, সামনে শিল্পী সমিতির নির্বাচনে ভোটে লড়বেন তিনি। যদিও গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
ডিসেম্বরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রস্তুতি শুরু হলে নিপুন জানান সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনি। তখনও অবশ্য প্যানেল করার মতো কারও সঙ্গে যোগাযোগ হয়নি তাঁর। গুঞ্জন ছিল সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্যানেল গড়বেন তিনি। তবে নানা কারণে সেটা হয়ে ওঠেনি। তবে নিপুন প্যানেল গড়েন এক সময়ের জনপ্রিয় নায়ক ও দক্ষক সংগঠক ইলিয়াস কাঞ্চনকে সঙ্গে নিয়ে। শুধু প্যানেল গড়েই থামেননি। ভোটে কারচুপির অভিযোগ জানিয়ে আপিল বোর্ডের সিদ্ধান্তে ছিনিয়ে নেন সাধারণ সম্পাদকের পদও।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনে নিপুনের কারিশমা দেখে অনেকেই ধারণা করছেন আগামীতে জাতীয় নির্বাচনে লড়তে চান নিপুন। এ কারণেই শিল্পী সমিতির সম্পাদক হিসেবে লড়েছেন তিনি। তাছাড়া নিপুনের পারিবারিকভাবে একটা রাজনৈতিক পরিচয় আছে। তাঁর বাবা প্রয়াত মনসুর আলী সরকারের একজন সাবেক আমলা। একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৭৩ সালের বিসিএস দিয়ে ক্যাডার সার্ভিসে যোগ দিয়েছিলেন তাঁর বাবা। গেল জাতীয় সংসদ নির্বাচনেও বর্তমানে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের পক্ষে ভোটের প্রচারণায় ছিলেন নিপুন।