‘বুড়ো’ বেনজামার ভিন্ন স্বাদের হ্যাটট্রিক
সাদাকালো নিউজ
বুধবার রাতে অনুষ্টিত হয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। আর এ ম্যাচে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ৩-২ গোলের।
দ্বিতীয় লেগে ৩টি গোল একাই করেছেন করিম বেনজেমা। এই নিয়ে স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে বেনজেমার গোলসংখ্যা দাঁড়ালো ৩০৯টি। এর ফলে রিয়ালের আরেক কিংবদন্তি খেলোয়াড় আলফ্রেদো দি স্তেফানোকে ছাড়িয়ে গেলেন বেনজেমা। দি স্তেফানো রিয়ালের জার্সিতে করেছিলেন ৩০৮ গোল।
এই ম্যাচের পর ফরাসি তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বেনজেমা এখন চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা ফুটবলার। পিএসজির বিপক্ষে ৩৪ বছর ৮০ দিন বয়সে হ্যাটট্রিক করেন তিনি। তাকে অসাধারণ নেতা বলছেন আনচেলত্তি।
২০০৯ সালে রিয়ালের জার্সিতে প্রথম গোল করেন করিম বেনজেমা। এরপর বেনজেমা বিশাল পথ পাড়ি দিয়ে দি স্তেফানোকে ছাড়িয়ে গেলেন।
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি গোলের তালিকায় রয়েছে আরেক কিংবদন্তি রাউল গঞ্জালেসের নাম। পিএসজির বিপক্ষে তৃতীয় গোলটির মাধ্যেমে কিংবদন্তি রাউল গঞ্জালেসেকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। রাউলের ৬৬ গোলের রেকর্ড ভেঙেছেন বেনজেমা।
চলতি মৌসুমেই তার গোলসংখ্যা ৮টি। ২০১১/১২ মৌসুমের পর যা তার ব্যক্তিগত সর্বোচ্চ।