বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা!
নাফিজা আক্তার
‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর দক্ষিণ ভারতীয় ছবির অভিনেত্রী রাশমিকা মন্দানা এখন যুবসমাজের ক্রাশ। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ ছবিতে তার ‘স্বামী স্বামী’ নাচ নজর কেড়েছে সবার। সেই রাশমিকাই এবার পেয়ে গেলেন তার স্বামীকে! বেশ কয়েক-মাস ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিলো প্রেম করছেন অভিনেতা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা। এবার তুঙ্গে দুই তারকার বিয়ের জল্পনা। মুম্বাইয়ে বারবার পাপারাৎজিদের ক্যামেরায় একসঙ্গে বন্দি হচ্ছেন বিজয় ও রাশমিকা।
গত কয়েকদিন নিজের আগামী হিন্দি ছবি ‘লাইগার’-এর শুটিংয়ের কাজে মুম্বাইয়ে রয়েছেন ‘অর্জুন রেড্ডি’ তারকা বিজয়। অন্যদিকে মুম্বাইয়ে নতুন বাড়ি কিনেছেন ‘পুষ্পা’র নায়িকা রাশমিকা। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাদের বিয়ে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। বিজয় ও রাশমিকার অনস্ক্রিন-অফস্ক্রিন রসায়ন নজরকাড়া। শোনা যাচ্ছে, এ বছরই গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বিজয় ও রাশমিকা। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’। দুটি ছবিই সুপারহিট। তাদের জুটিকেও পছন্দ করেছিলেন দর্শক।
এখন শোনা যাচ্ছে, পর্দার সেই রসায়ন বাস্তবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। তবে শুধু মুম্বাইয়ে ডেটিং নয়, এ বছরের শুরুটা গোয়ায় একসঙ্গে কাটিয়েছিলেন বিজয়-রাশমিকা। সেখানে ছিলেন বিজয়ের ভাই আনন্দও। বিজয়ের মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক রাশমিকার। যদিও কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বিয়ের প্রশ্নে এই নায়িকা বলেন, তার মাত্র ২৩ বছর বয়স। বিয়ের জন্য এই বয়স অনেকটাই কম। তাই এ নিয়ে আপাতত কিছু ভাবছেন না তিনি।