বিয়ের পর কেন অভিনয় ছেড়ে দিতে চাইছেন বাপ্পি চৌধুরী?
নাফিজা আক্তার
২০১২ সালে ঢালিউডে অভিষেক হয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর। বর্তমানে তার ছবির সংখ্যা প্রায় ৪০ এর কাছাকাছি। আর এখানেই সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বাপ্পি।
একটি গণমাধ্যমে নতুন বছরের পরিকল্পনার বিষয়ে কথা বলতে গিয়ে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, আমি সিনেমায় থাকি এটা আমার পরিবার চায় না। আমার কাছে দর্শক যেমন প্রাধান্য পায় ঠিক তেমনি আমার বাবা-মা। তারা দীর্ঘদিন ধরে চান আমি যেন অন্য কিছু করি। তাই ২০২২-এ সিনেমা ছেড়ে অন্যকিছুতে মনোনিবেশ করবো।
কয়েকদিন আগে মার্কিন মুলুক থেকে ঘুরে এসছেন বাপ্পি চৌধুরী। সেখানে বসে নতুন একটি ছবির চুক্তি স্বাক্ষর করেছেন। দেশে ফিরেই শুরু করেছেন সেই ছবির কাজও। ছবিটির নাম কুস্তিগীর। এ বিষয়ে বাপ্পি বলেন, নতুন বছরে কুস্তিগীর ছবি দিয়ে কাজ শুরু করলাম। ইতোমধ্যে এই ছবির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ৭ জানুয়ারি।
‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করা বাপ্পীর বিয়ে নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেছে। তবে এবার কোনো গুঞ্জন নয়। সত্যি বিয়ে করতে চলেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। এ বিষয়ে বাপ্পি বলেন, ‘পরিবার তার জন্য পাত্রী দেখছে। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে সব দায়িত্ব পরিবারের উপরই ন্যাস্ত করেছি।’
কয়েকদিন আগের এক ঘটনার কথা তুলে ধরে বাপ্পি বলেন, ‘আমি এক মেয়ের কাছে থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। সে মেয়েটি নাছোড়বান্দা ভক্ত। বিয়ে করেই ছাড়বে। আমার বাসার নিচেও অবস্থান নিয়েছে, অনেক ট্রাই করেছে। তার বাবাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছে। তার বাবা বলেছেন, ‘আমি আসলে কী চাই, তা দিয়ে হলেও মেয়েকে বিয়ে দিতে চান!’ কিন্তু সৃষ্টিকর্তার রহমতে খেয়ে-পরে ভালো আছি। আমার সে মোহটা কাজ করেনি। আমার মনে হয়েছে, ফ্যান যদি কখনও বউ হয়, তাহলে হ্যাপিনেস নাও আসতে পারে।’
২০২২ সালের লক্ষ্য নিয়ে বাপ্পি বলেন, অভিনেতা হিসেবে নয়, বাপ্পি ফোকাস থাকতে চান ব্যবসায়ী হিসেবে! তার ভাষ্য, ‘চলতি বছর আমি আমার বাবার বিজনেসে ফোকাস রাখতে চাই। এটা একেবারেই আমার নিজের ভাবনা। বাবা এক্সপোর্ট-ইপপোর্টে ‘র কটনের’ সঙ্গে যুক্ত। সেখানেই খুব ভালোভাবে যুক্ত হবো।’