বিশ্রামে যেতে চান সাকিব!
সাদাকালো নিউজ
আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরই মধ্যে দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দলে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই ফরম্যাটেই ঘোষণা করা হয়েছে তার নাম। তবে শেষ মুহূর্তে এসে দক্ষিণ আফ্রিকা সফরে যুক্ত হতে চান না তিনি।
আসন্ন সিরিজ না খেলার কারণ হিসেবে সাকিব তার নিজের মানসিক ও শারীরিক অবস্থাকে দায়ী করেছেন। তিনি মনে করেন তার একটা বিরতি প্রয়োজন। আফগানিস্তানের সাথে ব্যাট হাতে ছন্দে না থাকায় আপাতত নিজেকে সময় দিতে চাচ্ছেন তিনি। আর এ কারণেই দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিতে চান তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট খেলা নিয়ে শুরু থেকেই ছিল দোটানা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বারবার দাবি করছিলেন, সাকিব সেখানে ওয়ানডের সঙ্গে টেস্টও খেলবেন। তাই দুই ফরম্যাটেই আসে সাকিবের নাম। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ উপভোগ করতে না পারায় দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আপাতত বিরতি চান তিনি।