বিশ্বের সব গাড়ির চাবি বানানো যায় ঢাকার ফুটপাতে
সাদাকালো নিউজ ডেস্ক
বিশ্বের সেরা প্রায় সব মডেলের গাড়িই এখন বাংলাদেশের রাস্তায় চলে। এসব গাড়ি যেমন ব্যয়বহুল, তেমনি জটিল এদের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে গাড়ির লক, এবং চাবি। তবে বিশ্বের যে কোন মডেলের গাড়িরই চাবি তৈরি হয় রাজধানী ঢাকার ফুটপাতে। সাথে আনলে যে কোন গাড়ির চাবি তৈরি করতে পারেন এসব চাবির কারিগররা।