বিশ্বকাপে আবারও পাকিস্তানকে হারালো ভারত
সাদাকালো নিউজ
যে কোন ক্রিকেট আসরে ভারত ও পাকিস্তান মুখোমুখি হওয়া যেন দর্শকদের জন্য বাড়তি আনন্দ, বাড়তি উত্তেজনা। কিন্তু বিশ্বকাপের যে কোন আসর যেন তার থেকে ব্যতিক্রম।
বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ যেন ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ। সেটি হোক পুরুষ ক্রিকেট কিংবা নারী ক্রিকেট।
এবারো যেন সেই ধারাবাহিকতার দেখা মিলল চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে। নারী বিশ্বকাপের তৃতীয় দিন রোববার চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১০৭ রানে হরেছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৪৪ রান সংগ্রহ করে। ভারতের ২৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৩৭ রানে।
এ নিয়ে টানা চার বিশ্বকাপ ম্যাচের প্রতিটিতে ভারতের কাছে হারলো পাকিস্তান।
সপ্তম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড করে স্নেহ রানা ও পূজা ভাস্ত্রাকার সংগ্রহ করে সর্বোচ্চ ১২২ রান আর মূলত তাদের দুজনের ব্যাটে ভর করেই আড়াইশ ছুঁইছুঁই স্কোর পেয়েছে ভারত।