বিশাল ভরদ্বাজের বলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে প্রশংসিত মিম
রাকিব হাসান
সবার আগে দেশ। আর সেই দেশের ইতিহাসই কিনা ভুলভাবে উপস্থাপন? তাও আবার বলিউডের সিনেমায়। তাইতো বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালকের সিনেমায় অভিনয়ের প্রস্তাব না করে দিলেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। আর মিমের এই সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা।
ঈদের আগে বলিউড সিনেমায় অভিনয়ের সুযোগ আসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের কাছে। তাও আবার বিশাল ভরদ্বাজের ছবিতে। কিন্তু সে অফার ফিরিয়ে দিলেন অভিনেত্রী।
অনেকেই বিস্মিত হবেন, মিমকে বোকা মনে করবেন। তবে যে কারণে ওই ছবিতে অভিনয়ে রাজি হননি মিম, তা জানলে সবাই তার প্রশংসা করবেন নিশ্চিত।
ঈদের আগে মিমের কাছে একটি ইমেল আসে। এতে ‘খুফিয়া’ নামে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয়া হয় তাকে। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো হিট ছবি উপহার দিয়েছেন বিশাল।
কাস্টিং ডিরেক্টর সোফিয়া খানের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা বলার সময় মিম জানতে পারেন, খুফিয়া একটি রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি। কিন্তু পরে স্ক্রিপ্ট দেখে জানতে পারেন, এই ছবির গল্পে বাংলাদেশের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। আর এ কারণেই মূলত রাজি হননি অভিনেত্রী।
এ বিষয়ে মিম জানান, ওই সিনেমার গল্পটি পড়ার পর দেখেন, এটা রাজনৈতিক ঘরানার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরো কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সব কিছু ভেবে তার মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার
এরপর পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেন মিম। তারাও বলেন, প্রস্তাব ফিরিয়ে দিতে। এরপর বিনয়ের সঙ্গে বলিউডের প্রস্তাব না করে দেন মিম।