বিবাহ বিচ্ছেদ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: মালাইকা
রাকিবুল ইসলাম
বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা আরোরা। ব্যক্তিগত বা ক্যারিয়ার দুটো নিয়েই প্রায় খবরের শিরোনামে থাকেন। এছাড়া খোলামেলা পোশাকের কারণে প্রায় নেটিজেনদের সমালোচনা বা ট্রলের শিকার হন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, ‘আমার নিজের পোশাক নিয়ে মানুষ যে সব কথা বলেন সেগুলোর জন্য চরমভাবে আমি ত্যক্ত-বিরক্ত। বর্তমান সময়ে নারীদের পোশাকের দৈর্ঘ্য দেখে বিচার করা হয়। মানুষ আমার সম্পর্কে কী ভাববে সেটা শুনে আমি চলবো না। পোশাক নির্বাচিত করার ব্যাপারে ব্যক্তিগত পছন্দ আমার আছে।
তিনি আরও বলেন, ‘আমি নিজের পছন্দ সম্পর্কে অনেক সচেতন। নিজের শরীর, ত্বক, বয়স বিবেচনায় নিয়ে যা ভালো লাগে, স্বস্তি বোধ করি সেটাই করি। আপনার নিজস্ব ভাবনা থাকতেই পারে। কিন্তু সেটা আমার ক্ষেত্রে মোটেও প্রযোজ্য হবে না।’
সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে মালাইকা আরোরা বলেন, ‘বিবাহ বিচ্ছেদের সময়টি আমার জীবনের সর্বনিম্ন পর্যায়। কেননা আমি এবং আরবাজ যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম তখন আমাকে অনেকবার ভাবতে হয়েছিলো কীভাবে আমি এবং আমাদের সন্তান সেটি মোকাবেলা করবে।’
তিনি আরও বলেন, ‘একটা সময় আমি আমার ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে গেছি। সেই সময় আমার উপর নানান দিক থেকে চাপ ছিল। পারিবারিক, সামাজিক সব ধরনের চাপই ছিল আমার উপর। আমার সন্তান কীভাবে এটি মোকাবেলা করবে, আমি কীভাবে এটি মোকাবেলা করব, সমাজ কেমন হবে তা নিয়েও আমি মোকাবেলা করেছি।’
শুধু তাই নয়, আমাকে এটাও ভাবতে হয়েছিল যে বিবাহ বিচ্ছেদের পর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো কিনা। তবে আমি সেটিকে ধরে রাখতে পেরেছি। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল তবে সিদ্ধান্তটা সেরা ছিল আমাদের জন্য।
১৯৯৮ সালে বিয়ে করেন মালাইকা-আরবাজ খান। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। প্রাক্তন দম্পতিদের ছেলের নাম আরহান খান। বর্তমানে সে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে। অপরদিকে মালাইকা-আরবাজ দুজনেই নিজ নিজ জীবনে এগিয়ে গেছেন। বর্তমানে মালাইকা ডেট করছেন অর্জুন কাপুরের সাথে, আরবাজের সঙ্গে সম্পর্ক রয়েছে জর্জিয়া আন্দ্রিয়ানির।