মানসিকভাবে ভেঙে পড়েছেন সিডনি
সাদাকালো নিউজ
মার্কিন জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘এইচবিও’র তুমুল আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’য় অভিনয় করে তিনি রাতারাতি খ্যাতি লাভ করেছেন। এ সিরিজে কাজ করে প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখোমুখি হয়েছেন। এতে তাকে নগ্ন অবস্থায় দেখা গেছে। এ নিয়ে চলেছিল আলোচনা-সমালোচনার ঝড়।
তবে সমালোচকরা যতই সমালোচনা করুন না কেন সিডনি সুইনি নগ্ন দৃশ্যে অভিনয় চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বাজেভাবে ট্রলের শিকার হতে হয়েছে। এর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জনপ্রিয় সিরিজ ইউফোরিয়ায় তার বেশ কিছু নগ্ন দৃশ্য অনলাইনে লিক হয়ে গিয়েছিল। সে সময় তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। কমেন্ট বক্সে তাকে অনেকেই করেন তির্যক মন্তব্য। শুধু তাই নয়, তার পরিবারকেও অনেক বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাতে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন।
সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি আরও বলেন, ‘আমি যেভাবে অভিনয় করি না কেন, এসব আমার পরিবারকে জানিয়ে কোনো লাভ নেই। এটা আমার পরিবারকে যারা জানিয়েছেন তারা ভুল করেছেন। আমি মনে করি আমাকে নিয়ে যারা এসব করছেন তারা অন্যায় করেছেন।’
ইউফোরিয়া সিরিজে সিডনি সুইনির রূপদান করা চরিত্রটিতে একটি স্কুলে ঘটে যাওয়া যৌন হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে। এ সিরিজটিতে কাজ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট জগতে সিডনি সুইনি ভীষণ ট্রলের শিকার হয়েছেন।
সাক্ষাৎকারে সিডনি সুইনি আরও বলেন, ‘এ সমালোচনায় আমি সামনের দিনগুলোয় এ ধরনের দৃশ্যে ক্যামেরার সামনে দঁড়ানো মোটেই বন্ধ করব না। আমি আমার মতো করে অভিনয় চালিয়ে যাব। কারণ আমি একজন পেশাদার অভিনয়শিল্পী। এটা আমার পেশা। নির্মাতারা আমাকে যে ধর
মন্তব্য করুন :
