ফিরছেন নার্গিস ফাখরি
সাদাকালো নিউজ
বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তার নামের সঙ্গে তারকা জুড়ে দেওয়া নিয়ে অনেকের রয়েছে আপত্তি। ২০১১ সালে ব্লকবাস্টার হিট সিনেমা ‘রকস্টার’-এর মাধ্যমে তার বলিউডে পদার্পণ। রণবীর কাপুরের বিপরীতে এ সিনেমার পর আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু সেগুলোয় তার চরিত্র খুব বেশি আলোড়ন তুলতে পারেনি।
ইমতিয়াজ আলি পরিচালিত রকস্টার ছবিতে নার্গিস ‘হির’-এর চরিত্রে নজর কেড়েছিলেন। এর পরপরই তাকে সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে দেখা গিয়েছিল। এ দুই ছবি সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এরপর দীর্ঘ বিরতি। বিগত বেশ কিছু বছরে তাকে সিনেপর্দায় দেখা যায়নি।
তবে আবারও ফিরছেন এই অভিনেত্রী। সিনেমা নয়, দেখা যাবে তাকে একটি মিউজিক ভিডিওতে। সম্প্রতি নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
ভারতের বেনারসিতে বেশ কিছু ছবি তোলেন নার্গিস। শুটিংয়ের সূত্র ধরেই সেখানে যাওয়া। জনপ্রিয় সংগীত তারকা গুরু রানদোয়ার গানের ভিডিওর মডেল হয়েছেন তিনি। এ গানটির শুটিং হচ্ছে সেখানে। গানের শিরোনাম ‘ফাইয়া ফাইয়া’।
গানটি নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে নার্গিস জানান, ‘প্রথমবার গুরুর মিউজিক ভিডিওতে কাজ করলাম। দারুণ উপভোগ করেছি সময়টা।’ সিনেমায় আবার তাকে কবে দেখা যাবেÑ এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘কিছুদিন আগেই একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। শিগগিরই শুটিং শুরু হবে।’
গত কয়েক বছর বিটাউন থেকে দূরে ছিলেন নার্গিস। ফিল্মি ময়দানে এবার দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছেন এই মার্কিন রূপসী। তিনি হেসে বলেন, ‘এখন কী সব যেন বলে— নার্গিস ২.০ সংস্করণ, তা–ই না? নতুন এক ভ্রমণ। তাই নতুন অনেক কিছু শিখব।’ নার্গিসকে সম্প্রতি ‘শিবশাস্ত্রী বলবোয়া’ ছবিতে দেখা গেছে। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিউইয়র্কের মেয়ে। এ ছবির শুটিং নিউইয়র্কে হয়েছে বলে দারুণ মজা পেয়েছিলাম। এ ছবিতে অনুপম খের আর নীনা গুপ্তার মতো দাপুটে অভিনেতাদের সান্নিধ্যে এসে অনেক কিছু শিখেছি। অনুপম খেরের সঙ্গে আগেও কাজ করেছি। তাই তার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ ছিলাম।’
জীবনের নানা কঠিন পরিস্থিতিতেও হার মানেননি নার্গিস। বলেন, ‘মানুষের জীবন সমুদ্রের মতো। সমুদ্র যেমন কখনও শান্ত থাকে, আবার তারই বুকে ঢেউ আসে। মানুষের জীবনও ভালো আর মন্দ নিয়ে। আমার মন্ত্র হলো জীবনের কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখা আর ইতিবাচক থাকা। নিজের প্রতি তখন বিশ্বাস হারালে চলবে না। মনে মনে ভাবতে হবে, আগামী দিনে আমার জন্য ভালো সময় অপেক্ষা করছে।’
নিজের ফিল্মি ক্যারিয়ার বেশ ভালোভাবে শুরু করেও সেভাবে সফলতা পাননি নার্গিস। ভাগ্যে বিশ্বাসী এই বলিউড নায়িকা বলেন, ‘দেখুন, আমার ভাগ্যে যা ছিল তা পেয়েছি বলে আমি মনে করি। আর যা পেয়েছি, তাতেই আমি খুশি।’
মন্তব্য করুন :
