প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু
নাফিজা আক্তার
বর্তমান সময়ের পরিচিত নাম হারনাজ সান্ধু। মাত্র ২১ বছর বয়সে ‘মিস ইউনিভার্স’ নির্বাচিত হন তিনি। সেই সাথে ২১ বছরের খরা কাটিয়ে ভারত দেখা পেল তাদের তৃতীয় মিস ইউনিভার্সের।
বিজয় মুকূট অর্জনের পর থেকেই হারনাজকে ঘিরে প্রতিনিয়ত আসছে নানা খবর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি।
হারনাজের কাছে জানতে চাওয়া হয় ব্যক্তিগত জীবনে কেমন প্রেমিক চান তিনি? ধনী প্রভাবশালী ব্যক্তি নাকি সংগ্রাম করছে এমন ব্যক্তি, কাকে প্রেমিক হিসেবে গ্রহন করবেন তিনি ?
এ প্রশ্নের উওরে হারনাজ জানান তার পছন্দ কঠিন পরিশ্রমী ব্যক্তি। এর কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু আমিও সংগ্রাম করে আসছি। আর আগামী দিনেও আমাকে সংগ্রাম করতে হবে। আমি মনে করি, জীবনে সংগ্রাম জরুরি। তাহলেই আমরা পরস্পরকে সম্মান করতে পারব।’
পছন্দের সঙ্গীর মধ্যে আর কি গুণ থাকা জরুরি? এ ব্যাপারে হারনাজের ভাষ্য সবার আগে দুজনের ভালো বন্ধু হয়ে উঠতে হবে। বিয়ের পর কখনোই যেন মনে করা যাবে না যে আপনি ফেঁসে গেছেন। তাই জীবন সঙ্গী এমন হওয়া উচিত, যার সঙ্গে স্বচ্ছন্দ বোধ করবেন। কারণ, এটা একদিনের নয় সারা জীবনের বিষয়। আর অবশ্যই আমার আবেগ অনুভূতি গুলোকে অনুভব করতে হবে।
হারনাজ আরও বলেন, যদি ক্যারিয়ারে তার চেয়ে এগিয়ে ও যাই, তার মনে যেন হিংসা না জন্মায়। তিনি মনে করেন, একটা বিয়ে তখনই সফল হয়, যখন স্বামী-স্ত্রী একে অপরকে সমান চোখে দেখে। তারা একে অপরের প্রতি তাদের দায়িত্ব আর অধিকারবোধ উপলব্ধি করতে পারে।
তবে হারনাজ সান্ধু এখনই সঙ্গীর বিষয়ে তার কথা বলার সময় হয়নি বলে মনে করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে দেশে ফিরে হারনাজ জানিয়েছিলেন খুব দ্রুত তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে চান।
ফিল্মি দুনিয়ায় পা রাখার সময় বলিউডে অভিনয়শিল্পীদের অনেকেকেই কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়। বলিউডে কাস্টিং কাউচ নিয়ে কি ভাবছেন হারনাজ সান্ধু? কিভাবে মোকাবেলা করবেন এই পরিস্থিতির?
এর জবাবে সান্ধু বলেছেন, আমি আসলে সত্যিই জানি না যে বলিউডে প্রবেশের জন্য কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু আমি কীভাবে পরিস্থিতির মোকাবিলা করব বা কী সিদ্ধান্ত নেব, সেটা সম্পূর্ণভাবে আমার ওপর নির্ভর করবে। তাই এ বিষয়ে এখনই কথা বলা অর্থহীন।
বলিউডের বিভিন্ন নায়িকার সাথে একসাথে একই পর্দায় কাজ করতে চান হারনাজ। তার পছন্দের তালিকায় রয়েছেন নায়িকার সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া আর লারা দত্তর নাম। হারনাজের মতে তাঁদের নিয়ে যদি নারীশক্তি নির্ভর ছবি নির্মাণ করা হয়, তাহলে সেই ছবি নারীর নিজস্ব শক্তিতে শক্তিশালী হবে।
মন্তব্য করুন :
