টলিউডের পর ফারিণের আরও এক চমক!
সাদাকালো নিউজ
সুসময়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল দিয়েছেন টলিউডে তার নতুন সিনেমা ‘পাত্রী চাই’য়ের চমক, এবার জানা গেল এই মাসেই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে। আগামী ২১ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই ফিল্ম।
‘পুনর্মিলনে’ প্রসঙ্গে নির্মাতা বলেছেন, কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না, সেটা হলো কাজিনদের বন্ধুত্বের গল্প। এবার আমার গল্পটি কাজিনদের বন্ধুত্ব নিয়ে। আমাদের ফান, ফূর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে।
মঙ্গলবার সিনেমাটির টিজার প্রকাশ্যে এলে আরিয়ানের এই কথারই আভাস মেলে। যেখানে অভিনয়শিল্পীদের হাসি-আড্ডা-উচ্ছলতা বিশেষভাবে নজর কেড়েছে দর্শকের। এই টিজারেই জানা যায় সিনেমাটির মুক্তির বিষয়ে।
এদিকে, নিজ অভিনয় গুণে দর্শককের মনে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। নতুন এই কাজটি নিয়ে তাঁর ভাষ্য, ‘পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে।’
কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা সিয়াম আহমেদও। এই সিনেমায় অভিনয়ের খবরে তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প। ফিরে আসার গল্প দেখানো হয়েছে এতে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তাঁর সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’
মন্তব্য করুন :
