কাশ্মীরে গিয়ে কার বুকে মাথা রাখলেন শ্রাবন্তী?
নাফিজা আক্তার
লাইমলাইট থেকে নিজেকে চেয়েও সরাতে পারছেন না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বারে বারে বিভিন্ন কারণে চর্চায় উঠে আসে তাঁর ব্যক্তি জীবন। কখনো আইনি ঝামেলায় জড়িয়ে আবার কখনো ‘চতুর্থ প্রেমিকে’র কারণে সংবাদ শিরোনামে থাকেন তিনি।
বর্তমানে ছবির শুটিংয়ের জন্য ভূস্বর্গ কাশ্মীরে রয়েছেন এই নায়িকা। কিছুদিন আগে সেখান থেকে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন শ্রাবন্তী। ভিডিও এবং ছবিতে দেখা যায়, চারদিকে ছেয়ে আছে বরফের আস্তরণ। এর মাঝে ন্যাড়া গাছের আঁকাবাঁকা ডাল। এমন নৈস্বর্গিক পরিবেশে এক ব্যক্তির বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কে তিনি? আর ছবিটার পেছনের গল্পই বা কী?
যার বুকে মাথা রেখে প্রশান্তিতে চোখ বুজে আছেন শ্রাবন্তী, তিনি টালিউড অভিনেতা ওম সাহানি। ছবিটাও মূলত তাদের নতুন সিনেমার গানের দৃশ্য থেকে নেওয়া। সিনেমাটির নাম ‘ভয় পেয়ো না’। বেশ কিছুদিন আগেই এর সংলাপ অংশের শুটিং শেষ হয়েছে। এখন চলছে গানের চিত্রায়ন।
গানের জন্য বেছে নেওয়া হয়েছে কাশ্মীরের মতো জায়গাকে। সেখানকার চোখ জুড়ানো পরিবেশে ওম-শ্রাবন্তীর রসায়ন ক্যামেরাবন্দি করছেন নির্মাতা অয়ন দে। এর ফাঁকেই নায়ক-নায়িকাকে স্থিরচিত্রের ফ্রেমে আটকেছেন ওমের স্ত্রী মিমি দত্ত।
মন্তব্য করুন :
