কবে, কোথায় বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারার?
সাদাকালো নিউজ
কয়েক বছর ধরেই মনের লেনাদেনা চলছিলো। গোপন প্রেমের কিছু ঝলক বিভিন্ন সময়ে এসেছে গণমাধ্যমের পাতায়। হয়েছিলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক। তবে আর ডুবে ডুবে জল খাওয়া নয়, একেবারে অবগাহন। বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা।
বলা হচ্ছে, বলিউডের এই সময়ের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা। আগামী ৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করতে চলেছেন। এমনটাই দাবি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর।
চৌঠা ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আয়োজন। জমকালো অনুষ্ঠানের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। বিয়ে হবে ভারতের রাজস্থানে। সেখানকার বিখ্যাত নগর জয়সালমেরে অবস্থিত ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদে।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে ১০০ থেকে ১২৫ জন অতিথি থাকবেন। এর মধ্যে পরিবারের সদস্যরাতো থাকবেনই, সঙ্গে আরও কিছু বড় তারকাও থাকবেন। তাদের মধ্যে অন্যতম- করন জোহর, শহীদ কাপুর, মিরা রাজপুত, মনিশ মালহোত্রা।
জয়সালমেরের সেই প্রাসাদে অতিথিদের থাকার জন্য ৮০টি কক্ষ বুক করা হয়েছে। তাদের আনা-নেয়ার জন্য থাকছে ৭০টি গাড়ি। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির সংখ্যাই বেশি।
এদিকে বিয়ের জন্য সিদ্ধার্থ-কিয়ারার পোশাকও চূড়ান্ত হয়ে গেছে। কদিন আগেই ডিজাইনার মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গেছে কিয়ারাকে। বিয়ের পোশাকের জন্যই যে, তিনি সেখানে গেছেন, তা বুঝতে দেরি হয়নি কারো।
২০১৮ সালে ‘লাস্ট স্টোরি’ ছবির সেটে প্রথম দেখা হয় সিদ্ধার্থ আর কিয়ারার। এরপর ‘শেরশাহ’ ছবির শুটিং চলাকালীন প্রেমের সম্পর্কে জড়ান এই তারকা জুটি। তাদের নিয়ে বলিউডপাড়ায় কানাঘুষা বহু দিনের। একটা সময় তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিলো।
মন্তব্য করুন :
