আরআরআর সিনেমায় কার কত পারিশ্রমিক?
নাফিজা আক্তার
নতুন বছরের শুরুতেই আসছে এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। ইতিমধ্যে ট্রেইলারেই রেকর্ড গড়েছে সিনেমাটি। ছবিটিতে জুনিয়র এন টি আর, রামচরণ, অজয় দেবগান, আলিয়া ভাটের মতো তারকারা থাকায় উত্তেজনাও তুঙ্গে।
জানা গেছে, ‘আরআরআর’ ছবিতে সব তারকায় চড়া পারিশ্রমিক নিয়েছেন। সিনেমায় ভারতের সংগ্রামী অল্লুরি সীতারাম রাজুর ভূমিকায় অভিনয় করা দক্ষিণি তারকা রামচরণ নিচ্ছেন ৪৫ কোটি রুপি। বিপ্লবী কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করা জুনিয়র এন টি আরও একই পারিশ্রমিক নিচ্ছেন।
রাজামৌলির এই প্যান ইন্ডিয়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগণকে। ছবিতে স্বল্প উপস্থিতির জন্যও অজয় নিচ্ছেন ২৫ কোটি রুপি। আর সীতার ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাট নিচ্ছেন ৯ কোটি রুপি। অন্যদিকে ছবির লাভ থেকে ৩০ শতাংশ নেবেন পরিচালক রাজামৌলি।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির আগেই ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ছবি স্বত্ব বিক্রিসহ গানের আয়ও আছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি। উত্তর ভারতীয় স্বত্ব থেকে ছবিটি পেয়েছে ১৩৫ কোটি।
হিন্দি ছাড়া ছবিটি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। তেলেগু রাইটসের জন্য ছবিটি ১৬৫ কোটিতে বিক্রি করা হয়েছে। কন্নড়, মালয়ালম, বিদেশি স্যাটেলাইট রাইটস, সব মিলে ‘আরআরআর’ ৮০০ কোটির বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯০০ কোটি টাকারও বেশি। দক্ষিণি ছায়াছবির বাজার থেকে এই ছবি সবচেয়ে বেশি আয় করবে বলে অনুমান করা হচ্ছে।
গত বছরের ৩০ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সে সময়ে লকডাউনের কারণে শুট পরবর্তী কাজগুলি সম্পন্ন করা যায়নি। তবে এবার তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না সিনেমার নির্মাতারা। দর্শকদের আর অপেক্ষা না করিয়ে জানুয়ারিতেই প্রেক্ষাগৃহে এই সিনেমা আনতে চলেছেন তারা।
ভারতের ফিল্ম সমালোচক ও বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি তার টুইটে লেখেন, ‘ব্রেকিং নিউজ… ‘আরআরআর’ ৭ জানুয়ারি, ২০২২-এই আসছে। এস এস রাজামৌলি… তারিখ আর পেছাবে না। ’
মন্তব্য করুন :
