অল্লুর জন্মদিনে প্রকাশ্যে আসবে `পুষ্পা ২`-এর প্রথম টিজার?
সাদাকালো নিউজ
তেলেগু সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ ঝড় তোলে ভারতের বক্স অফিসে। শুধু ভারত কেন, বাংলাদেশেও সিনেমাটি পেয়েছে বিপুল জনপ্রিয়তা। ছবির অ্যাকশন দৃশ্য, গান, পুষ্পারাজ ওরফে আল্লু অর্জুনের উপস্থিতি, রাশমিকা মান্দানা ও সামান্থা, সব মিলিয়ে জমজমাট পরিবেশন থেকে নজর ঘোরাতে পারেনি দর্শক। এমনকি পুষ্পা ঝড় ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। সেই থেকে দর্শক অপেক্ষায় ‘পুষ্পা টু’-এর। এবার এই ছবি প্রসঙ্গে নতুন খবর এলো প্রকাশ্যে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘পুষ্পা’-এর নির্মাতা ধারাবাহিকভাবে ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন। ছবির চিত্রনাট্য বদলানো হয়েছে এবং সেই কারণে নতুন ছবির পুরোনো ফুটেজ বাতিল করে দেওয়া হয়েছে। এবার নতুন চিত্রনাট্যেই শুটিং সারছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।
এক ভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে বেঙ্গালুরুতে, যেখানে শিগগিরই মালয়ালম অভিনেতা ফাহাদ ফসিল যোগ দেবেন। প্রথম ছবির পর নতুন ছবি নিয়ে প্রচণ্ড উৎসাহী অনুরাগীরা। ফলে এই ছবির নির্মাতারা দর্শকের অপেক্ষা যাতে সার্থক হয়, সেই নিয়ে চেষ্টা চালাচ্ছেন।
প্রসঙ্গত, জানা যাচ্ছে তিন মিনিটের একটি অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে আসবে আল্লু অর্জুনের জন্মদিনে। আগামী মাসের ৮ তারিখ এ অভিনেতার জন্মদিন। এদিনই দর্শকের জন্য টিজারটি অবমুক্ত করা হবে। জানা যায়, চিত্র পরিচালক সুকুমার ইতোমধ্যেই টিজারের ফাইনাল কাট অনুমোদন করে দিয়েছেন এবং চেন্নাইয়ে এখন ব্যাকগ্রাউন্স স্কোর যোগ করা হচ্ছে। দায়িত্বে অবশ্যই সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ।
এই ছবিতেও শ্রীভাল্লির ভূমিকায় ফিরবেন রাশমিকা মান্দানা। শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা যাবে সাই পল্লবীকেও। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। আপাতত দর্শক অপেক্ষায় ৮ এপ্রিলের, আল্লু অর্জুনের জন্মদিনের।
মন্তব্য করুন :
