অভিনেত্রী আকাঙ্ক্ষার রহস্যজনক প্রয়াণ!
সাদাকালো নিউজ
গেল বছর ভারতীয় বিনোদন অঙ্গনে একাধিক অভিনেত্রীর রহস্যজনক প্রয়াণ ঘটেছে। বলা চলে দুনিয়া ছাড়ার হিড়িক পড়েছিল। মাঝে বেশ কিছুদিন এমন ঘটনা ঘটেনি। তবে আবারও জানা গেল রহস্যজনকভাবে দুনিয়া ছাড়ার ঘটনা।
ভারতীয় ভোজপুরী ছবির অন্যতম অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। এর এক মাস না পার হতেই রহস্যজনক মৃত্যু হয় অভিনেত্রীর। সম্প্রতি ভারতের বারাণসীর কাছে সারনাথের একটি হোটেল রুম থেকে অভিনেত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিলো মাত্র ২৫ বছর। হঠাৎ করে নায়িকার পরপারে যাওয়ায় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
তবে ঠিক কি কারণে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন তা নিশ্চিত হওয়া যায় নি। কেউ কি তাকে শেষ করে দিয়েছে, নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি স্থানীয় পুলিশ।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, আকাঙ্ক্ষা নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন। ঠিক যেভাবে ২০২০ সালে ৩৪ বছর বয়সে আচমকাই ফুরিয়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। যদিও পুলিশ এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই কারণ জানা যাবে, বলছে পুলিশ।
বিভিন্ন সূত্রের বরাতে পুলিশ জানিয়েছে, প্রেম নিয়ে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন আকাঙ্ক্ষা। গেল বিশ্ব ভালোবাসা দিবসে সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এর এক মাস না যেতেই দুনিয়া ছাড়তে হলো অভিনেত্রীকে। যদিও কোনো চিরকুট নোট উদ্ধার করতে পারেনি পুলিশ।
১৯৯৭ সালে ভারতের মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। দুনিয়া ছাড়ার আগের রাতেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন।
এ ছাড়া শেষ নিঃশ্বাস ছাড়ার চব্বিশ ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির পোস্টার শেয়ার করেছিলেন অভিনেত্রী। তার মাঝেই কীভাবে এই ঘটনা ঘটল সেই রহস্য ঘনীভূত হচ্ছে। এদিকে হঠাৎ করে অভিনেত্রীর চলে যাওয়া স্বাভাবিক নয় বলে দাবি পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।
‘মেরি জাং মেরা ফায়সালা’ ছবির হাত দলে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরী এই অভিনেত্রীর। এরপর ‘মুঝসে শাদি কারোগি’, ‘বীরো কি বীর’, ‘ফাইটার কিং’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রায় প্রতিটি সিনেমায় হয় ব্যবসাসফল।
কিছুদিন আগে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার হঠাৎ চলে যাওয়ায় নাড়িয়ে দিয়েছিলো গোটা বিনোদন জগৎকে। তার আগে সুশান্ত সিংহ রাজপুতের ঘটনা। এবার বিনোদন জগতের আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক প্রয়াণ।
মন্তব্য করুন :
