বিএনপির সমাবেশস্থলে মোবাইল চুরি, যুবককে পিটুনি
সাদাকালো নিউজ
রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশস্থলে মোবাইল চুরির অভিযোগ উঠেছে। এ সময় চোর সন্দেহে এক যুবককে পিটিয়েছেন নেতা-কর্মীরা।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। তবে আহত যুবককে সমাবেশস্থলের পাশের রংপুর ডায়াবেটিস সমিতির মাঠে আটক করে রাখা হয়েছে।
জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে আসা বেলাল হোসেনসহ বেশ কয়েকজনের মোবাইল চুরি হয়েছে। শনিবার দুপুরে মোবাইল চুরির সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় মারধর করলে তিনি অচেতন হয়ে যান। পরে তাকে সমাবেশের মাঠ থেকে বের করে নিয়ে পাশের একটি মাঠে আটকে রাখা হয়েছে।
এদিকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, শুক্রবার (২৮ অক্টোবর) রাতে বেশ কয়েকজনের মোবাইল চুরি হয়েছে। শনিবার দুপুরে সমাবেশ শুরুর কিছুক্ষণ আগে একজনকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা হয় ওই যুবককে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ক্ষুব্ধ কয়েকজন নেতা-কর্মী তাকে মারধর করলে অচেতন হয়ে পড়েন তিনি।
এ বিষয়ে বেলাল হোসেন বলেন, আটককৃত যুবক আমাদের আশপাশে ঘোরাঘুরি করেছে। এ সময় আধা ঘণ্টা ধরে পকেটে থাকা মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। পরে অনেক খোঁজাখুঁজির পর মোবাইল না পেয়ে আটককৃত যুবককে জিজ্ঞাসা শুরু করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা তাকে ধাওয়া করে আটক করেছি। ভয়ে আটককৃত যুবক অচেতন হয়ে পড়েছেন। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর শনিবার রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ সমাবেশ হচ্ছে।