বারো ভূঁইয়াদের শেষ স্মৃতি মুসা খান মসজিদের অজানা তথ্য
রাকিবুল ইসলাম
মসজিদের শহর ঢাকা। এই শহরে যেমন আছে আধুনিক স্থাপত্যের মসজিদ। তেমনি আছে কয়েকশো বছরের ঐতিহ্যের মসজিদ। ঠিক তেমনি একটি স্থাপনা মুসা খান মসজিদ।
বাংলার শাসক বারো ভুঁইয়াদের বংশধরদের কীর্তির একটি এই স্থাপনা এখনো বেশ ভালোভাবেই টিকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের উত্তর-পশ্চিমে এই মসজিদটির অবস্থান। বাহ্যিক চাকচিক্য হারালেও নান্দনিক নির্মাণ শৈলীতে তৈরি এ স্থাপনা এখনও সচল। কার্জন হল চত্ত্বরে অবস্থিত এ মসজিদে নিয়মিত জুমাসহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা।
ইতিহাসে বিখ্যাত বারো ভুঁইয়াদের অন্যতম মসনদ-ই-আলা ঈশা খাঁর পুত্র মুসা খানের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে ‘মুসা খান মসজিদ’। মুসা খানের সমাধিও রয়েছে মসজিদের পাশেই। মসজিদের পূর্ব-উত্তর পাশের মাঠের কোনায় এটি।
মুসা খান মসজিদটি দেখতে অনেকটা খাজা শাহবাজের মসজিদের মতো। ভূমি থেকে উঁচু মঞ্চের ওপর মসজিদটি নির্মিত। নিচে অর্থাৎ মঞ্চের মতো অংশে আছে ছোট ছোট প্রকোষ্ঠ। এগুলো এখন বন্ধ। দক্ষিণ পাশ দিয়ে ১২ ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয় মসজিদের দরজায়।
পূর্ব দিকে খোলা বারান্দা। চওড়া দেয়াল। পূর্ব-পশ্চিমের দেয়াল ১ দশমিক ৮১ মিটার ও উত্তর-দক্ষিণের দেয়াল ১ দশমিক ২ মিটার চওড়া। পূর্বের দেয়ালে তিনটি ও উত্তর-দক্ষিণে দুটি খিলান দরজা।