‘বাংলাদেশের গর্ব ও অহংকার জায়েদ খান’
নাফিজা আক্তার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার। চেম্বার আদালতে উচ্চ আদালতের পূর্বের আদেশ ‘স্থগিতাদেশ’ ও ‘স্থিতাবস্থা’ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত। সেটি হলো- ‘জায়েদ খান এমন একজন নায়ক, যার কোনো ভক্ত নেই।’ তবে জায়েদ খানের দাবি, এটি নিন্দুকের কথা। হয়ত জায়েদের দাবিই সত্যি।
১৫ ফেব্রুয়ারি পিরোজপুর টাউন ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদকের ‘ভক্তরা’। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার বলেন, ‘আমাদেরসহ গোটা বাংলাদেশের গর্ব ও অহংকার চিত্রনায়ক জায়েদ খান। তাকে নিয়ে ঢাকায় একটা মিথ্যা খেলা চলছে।’
তিনি আরও বলেন, ‘জায়েদ খানের বিরুদ্ধে পিরোজপুরে যে বিষয়ে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন। আমি জানি ব্যাপারটা। তার ভাইয়ের সঙ্গে ব্যাপার একটা ক্লিনিক নিয়ে। সেটা আমরা সবাই মিলেমিশে সমাধান করতে পারি পিরোজপুরেই।’ বক্তারা বলেন, পিরোজপুরে হিন্দু পরিবারের জমি দখল নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ ও তথ্য প্রকাশ করছেন। তিনি ওই জমি দখল বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নন।