বলিউডে আরেকটি বিয়ের গুঞ্জন
নাফিজা আক্তার
বিয়ের মৌসুম শুরু হয়েছে। বলিউডেও এখন চলছে বিয়ের ধুম। সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা-ভিকি, পত্রলেখা-রাজকুমার। কিছুদিন আগে ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। এবার বলিউডে আরও একটি বিয়ের বাদ্য বাজতে চলেছে।
বি-টাউনে জোর গুঞ্জন সামনে মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন রিচা চাড্ডা ও আলি ফজল। ২০২০ সালেই তাদের বিয়ে হওয়ার কথা ছিলো। কিন্তু পরিস্থিতি বদলে দেয় মহামারি করোনা। এখন পরিস্থিতি একটু ভালো থাকায় অবশেষে বিয়ের সিদ্ধান্ত।
২০১২ সালে ‘ফুকরে’ ছবির সেটেই আলাপ রিচা-আলির। বন্ধুত্ব গড়ায় প্রেমে। সাত বছর পরে, ২০১৯-এ রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। তবে করোনার কারণে বিয়েটা আর হয়ে উঠেনি। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সব ঠিক থাকলে আগামী মার্চেই চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির।
আপাতত হবু দম্পতির হাত ভর্তি কাজ। দু’জনে একসঙ্গে অভিনয় করছেন ‘ফুকরে’র সিক্যুয়েল ছবি ‘ফুকরে ৩’তে। তাছাড়া, আলির হাতে হলিউডের ছবি ‘ডেথ অন দ্য নাইল’। রিচার ঝুলিতে তিগমাংশু ঢুলিয়ার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’। কিছু দিন হল নিজেদের প্রযোজনা সংস্থাও খুলেছেন এই তারকা জুটি।
বলি পাড়ার খবর, মার্চে দিল্লিতে শুটিং চলবে ‘ফুকরে ৩’-র। সেখান থেকেই সাময়িক বিরতি নিয়ে মুম্বাইয়ে ফিরবেন রিচা ও আলি। তারপর সোজা বিয়ের মণ্ডপে। তারকা জুটি থেকে তারকা দম্পতি হয়ে ফের হাজির হবেন ছবির সেটে।
বরাবরই নিজেদের প্রেম নিয়ে সকলের সামনে কথা বলেছেন রিচা-ফজল। এমনকি বহুবার একসঙ্গে ঘুরতেও দেখা গেছে তাদের। কিছুদিন আগে মালদ্বীপে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন এই যুগল। ঘুরতে যাওয়ার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলি ফজল। ক্যাপশনে লেখেন, ‘মালদ্বীপের সূর্য দেখছি।’