বলিউডের পার্টি নিয়ে একি বললেন নওয়াজ!
নাফিজা আক্তার
বলিউড তারকাদের পার্টি নিয়ে অভিযোগের শেষ নেই। প্রায় প্রতিদিনই এসব নিয়ে সংবাদ প্রকাশ হলেও তাতে কিছুই যায় আসে না রঙিন দুনিয়ার তারকাদের। তবে সব তারকা কিন্তু এসব পার্টিতে অংশ নেন না। এদের মধ্যে রয়েছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও বিটাউনের কোনো পার্টিতে তেমন দেখা যায় না তাকে।
কেন বিটাউনের পার্টিতে তাকে দেখা যায় না? ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেছেন ‘রইস’ সিনেমার এই অভিনেতা। তিনি বলেন, ‘এইসব পার্টিতে প্রাণের বড্ড অভাব-পাশাপাশি সেগুলো থাকে ভণ্ডামিতে ভরা। তাই সেখানে যাই না।’
বর্তমানে বলিউডের অন্যতম তারকা হয়ে উঠা নওয়াজ বলেন, ‘পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও আমি ভীষণ সাধারণ। তাই বলিউডের ঝাঁ চকচকে পার্টির মধ্যে থাকার চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে। তাই কাজ ছাড়া সাধারণ মানুষদের সঙ্গেই বেশি সময় কাটাই আমি।’
১৯৭৪ সালের ১৯ মে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফর নগর জেলার বুধানা নামক গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। বাবা ছিলেন কৃষক। পরিবারের ৯ ভাই-বোনের মধ্যে তিনিই সবচেয়ে বড়।
নিজের গ্রাম এবং আশেপাশের সাত গ্রামের প্রথম গ্রাজুয়েট হিসেবে কেমিস্ট্রিতে অনার্স করেন নওয়াজ। গ্রাজুয়েশন শেষ করে বারোদার একটি পেট্রো-কেমিক্যাল কোম্পানিতে কেমিস্ট হিসেবে চাকরিও নিয়েছিলেন। কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে দিল্লিতে এসে শুরু করেন মঞ্চনাটক। একটা সময় নিজের থাকা-খাওয়ার খরচ যোগাতে সিকিউরিটি গার্ডের চাকরিও করেন।
১৯৯৬ সালে আমির খানের ‘সারফারোস’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় নওয়াজ উদ্দিনের। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘বাদলাপুর’, ‘দ্য লাঞ্চবক্স’ কিংবা অস্কার মনোনীত ছবি ‘লায়ন-এর’ মধ্য দিয়ে একদম শূন্য থেকে তুখোড় অভিনেতা হয়ে উঠেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী।