বছরের শুরতেই বিপাকে ভিকি!
নাফিজা আক্তার
কিছুদিন আগেই বিরাট ধুমধাম করে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। নতুন বছরে স্ত্রীকে নিয়ে আনন্দে দিন কাটানোর কথা ছিলো তার। কিন্তু সেই পরিকল্পনা হয়তো ভেস্তে যেতে পারে ভিকি কৌশলের। কারণ বছরের শুরুতেই বিপাকে পড়েছেন এই বলিউড অভিনেতা।
ভিকির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জয় সিংহ যাদব নামে এক যুবক। ইন্দরের বাসিন্দা জয় সিংহের অভিযোগ, তাকে না জানিয়ে কৌশলে তারই গাড়ির নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগে ভিকি শুটিং করতে গিয়েছিলেন ইন্দোরে। তার সঙ্গে সহশিল্পী ছিলেন সারা আলি খান। সেই শুটিংয়ের ছবি ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। ছবিতে দেখা গেছে, বাইকের পেছনে সারাকে বসিয়ে ইন্দোর ঘুরছেন ভিকি। ছবিটি নজরে আসে সেই ব্যক্তিরও।
জয় সিংহ বলেন, ‘ছবির দৃশ্যে যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটিতে আমার বাইকের নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছে। আমি জানি না ছবির নির্মাতা কথাটি জানেন কি না। কিন্তু আমার অনুমতি ছাড়া এভাবে আমার বাইকের নম্বর ব্যবহার করতে পারেন না। থানায় অভিযোগ দিয়েছি। আশা করছি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ইন্দোরের বানগঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেন্দ্র সোনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ভিকির বাইকে নম্বরপ্লেট বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হবে। ছবির ইউনিট ইন্দোরে থাকলে, তাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’
এই ছবিতেই ভিকির সঙ্গে প্রথম কাজ করছেন সারা আলি খান। জানা যায়, লক্ষণ উটেকারের রোম্যান্টিক ছবিতে প্রথমবার দেখা যাবে ভিকি-সারাকে। ছবির প্রযোজক ম্যাডক ফিল্মস। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে। তাদের একটাই স্বপ্ন নিজেদের বাড়ি তৈরি করা। কয়েকমাস আগেই ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে।