বই বিক্রি বন্ধের প্রতিক্রিয়ায় যা বললেন লেখিকা জান্নাতুল নাঈম প্রীতি
সাদাকালো নিউজ
বাংলা একাডেমির টাস্কফোর্সের নির্দেশে জান্নাতুল নাঈম প্রীতির নতুন বইয়ের বিক্রি বন্ধ করেছে নালন্দা প্রকাশনী। বইমেলার নীতিমালা পরিপন্থী এবং বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকার অভিযোগে বইটি একুশে বই মেলায় প্রদর্শন ও বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়।
নতুন এই বইটিতে দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চিত্রনায়িকা জয়া আহসান, পরীমণি এবং রাজনৈতিক নেতা নিক্সন চৌধুরীর গোপন জীবন তুলে ধরেছেন প্রীতি। এখানেই শেষ নয়, বইটিতে লেখিকা নিজের সঙ্গে ঘটে যাওয়া অনেক কথাই বলেছেন অকপটে। তবে বইয়ে থাকা শোবিজ জগতের মানুষগুলোর কথা এখন ফেসবুকে ভাইরাল। শুধু বাংলাদেশেই নয়, বইটি প্রকাশ হয়েছে কলকাতার বই মেলাতেও। বিক্রিও হচ্ছে দেদারসে।
অবশ্য লেখিকা জান্নাতুল নাঈম প্রীতিকে নিয়ে আলোচনা এবারি প্রথম নয়। অনেকদিন আগে থেকেই আলোচিত-সমালোচিত তিনি। মাত্র ১৯ বছর বয়সে নিজের আত্মজীবনী লিখে আলোচনায় আসেন প্রীতি। এছাড়া ব্যক্তিগত বিতর্ক নিয়েও আলোচনায় ছিলেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, তরুণ লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। লেখালেখির কারণে বহুদিন আত্মগোপনে থেকে দেশ ছাড়তে হয়েছে তাকে। বইমেলায় তার প্রকাশিত এই বইটি ইতোমধ্যে ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে।
প্রীতির নতুন এই বইটির ইংরেজি নাম রাখা হয়েছে- ‘বিটুইন টু লেগস, বিটুইন টু স্টেটস’। এই বইটিও আগামী মার্চের মধ্যে প্যারিসসহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাবে। ‘জন্ম ও যোনির ইতিহাস’ বইটি লিখতে দুই বছরেরও বেশি সময় নিয়েছেন লেখিকা।
বইটি সম্পর্কে প্রীতি জানিয়েছেন, এটি শুধুমাত্র একজন নারীর আত্মকথা নয়, বরং সমাজ ও রাজনীতির ভুক্তভোগী একজন প্রতিবাদী মানুষ হিসেবে সংগ্রামের আখ্যান। মূলত এই বইটি মানবাধিকারের জন্য লড়াই করা মানুষদের জন্য একটি প্রামাণ্য দলিল, যেখানে রাষ্ট্র, সমাজ, পরিবার নামক আয়নায় ক্ষতবিক্ষত একজন মানুষ কেমন করে বাঁচে, তা উঠে এসেছে। পাশাপাশি উঠে এসেছে সারা পৃথিবীতে অন্যায় আর দখলদারিত্বের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামের স্বরূপ।
এদিকে একুশে বই মেলায় গিয়ে দেখা যায়, প্রীতির বইটি আর বিক্রি করছেন না বিক্রয়কর্মীরা। নালন্দা স্টলের বিক্রয়কর্মীরা বলেন, টাস্কফোর্স থেকে নিষেধাজ্ঞা আসার পর বইটি বিক্রি বন্ধ করা হয়। স্টলে প্রদর্শনও করা হয়নি।
জানা গেছে, জান্নাতুল নাঈম প্রীতির বাড়ি সিরাজগঞ্জের তিন্নাদিন্না গ্রামে। শৈশব থেকেই লেখালেখি করেন তিনি। তার লেখা ‘বাংলাদেশ নামটি যেভাবে হল’ ইউনিসেফ প্রবর্তিত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নেয়। এছাড়াও আন্তর্জাতিক চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্যের পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ঘরে তুলেছেন তিনি।
শুরুর দিকে নারীবাদী লেখালেখি করে লাইমলাইটে আসেন জান্নাতুল নাঈম প্রীতি। ইতোমধ্যে ডজনখানেক বই প্রকাশিত হয়েছে তার। তবে নতুন বইটিতে প্রীতি যে ধরনের লেখা লিখেছেন, তা নারীবাদী বিষয়টিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন অনেকেই। এ নিয়ে ফেসবুকেও চলছে লেখালেখি।