ফেসবুকের স্মার্ট চশমা বদলে দেবে আধুনিক জীবন
জহুরা প্রিতু
জনপ্রিয় ও বিখ্যাত চশমা নির্মাতা প্রতিষ্ঠান রে-ব্যান। এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছে ফেসবুক। এই দুই জায়ান্ট মিলে বাজারে এনেছে চমকপ্রদ স্মার্ট চশমা।
এই চশমা দিয়ে যেমন কল করা যাবে, তেমনি স্ক্রিনে বিভিন্ন তথ্য দেখারও সুযোগ থাকবে। আবার চশমার বোতাম চাপলেই ফ্রেমে বন্দি হবে প্রিয় মুহূর্তটি।
ফেসবুকের এই স্মার্ট গ্লাস আপাতত ২০টি ডিজাইনে বাজারে এসেছে। আমেরিকা ও ইংল্যান্ডের পাশাপাশি এই চশমা পাওয়া যাচ্ছে ইতালি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডায়।
ফেসবুক বলছে, যারা ‘সলো’ ভিডিও, ট্রাভেল ভিডিও বা বাইক রাইডিং ভিডিও করতে চান তাদের জন্য দারুণ এক সমাধান হতে পারে এ স্মার্ট গ্লাস। এছাড়া বিভিন্ন রান্নার ভিডিওসহ, টিউটোরিয়াল ভিডিও যারা নির্মাণ করেন তাদের জন্যও আদর্শ এক ডিভাইস এটি।
রেবনের এ স্মার্ট চশমাগুলোতে থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্মার্ট গ্লাসগুলো পরিধান করে কোনো ছবি তোলা হলে বা ভিডিও করা হলে, সেটি এমনভাবে রেকর্ড হবে ঠিক যেমনটা আমরা আমাদের চোখ দিয়ে দেখি।
কল গ্রহণ, গান শোনা, ভিডিও দেখা, ছবি তোলা এর সবই স্মার্ট চশমায় ফেসবুকের মাধ্যমে শেয়ার করা যাবে বন্ধুদের সঙ্গে। স্মার্ট চশমা রে-বেন স্টোরিজের দাম শুরু ২শ’ ৯৯ ডলার থেকে।
২০২০ সালে ৮ হাজার ৬০০ কোটি ডলার আয় করা ফেসবুক জানিয়েছে তাদের বর্তমান লক্ষ্য ভার্চুয়াল ও বর্ধিত বাস্তবিক যে প্রযুক্তি গড়ে উঠেছে সেখানে শক্ত অবস্থান গড়া। সে লক্ষ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ এখন এই খাতেই করছে ফেসবুক।
ফেসবুকের পাশাপাশি অ্যামাজন, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যাপলের মতো টেক জায়ান্টগুলোও স্মার্ট গ্লাস নির্মাণে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করছে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মনে করেন, অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটিই হলো টেক জগতের ভবিষ্যৎ। ফলে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ওই সংস্থা। এই চশমাও সেই প্রকল্পের অন্তর্গত। আগামী দিনে স্মার্ট গ্লাসে আরো বিভিন্ন ধরনের ফিচার যোগ করার ভাবনাও আছে ফেসবুকের।
এর আগে ২০১৯ সালেই এমন চশমা বাজারে আনার ঘোষণা দেয় ফেসবুক। নতুন ধরনের চশমার এই কালেকশনের নাম রাখা হয়েছে ‘রে-ব্যান স্টোরিজ’। স্মার্ট গ্লাস তৈরির চেষ্টা আগেও গুগল করেছে। তারপর দেখা গিয়েছে স্ন্যাপস স্পেক্টেকেলসও। তবে ওই সব চশমা তেমন জনপ্রিয় হয়নি। প্রথমবার এই প্রযুক্তিতে হাত দিলো ফেসবুক।