ফের যে কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নায়িকা নিপুন
নাফিজা আক্তার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে সাদা মনের মানুষ বলে আখ্যায়িত করলেন জনপ্রিয় চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার। গেল রোববার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিপুন পরের দিন সোমবার বেলা আড়াইটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল। জাতির পিতার আদর্শের একান্ত অনুসারী- একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। একজন সাদা মনের নির্মোহ মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা।’
‘গতকাল এক সৌজন্য সাক্ষাতে দেখা হলো- কথা হলো। এ সময় মনে হয়েছে পিতা-কন্যার আলাপচারিতায় মগ্ন আছি। কারণ আমার বাবাও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।’
এর আগের দিন নিপুন ঢাকা-১৬ আসনের তিনবারের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের কয়েকটি ছবিও নায়িকা পোস্ট করেন তার ফেসবুকে।
ওই ছবির ক্যাপশনে নিপুন লেখেন, ‘ঢাকার একটি ঐতিহ্যবাহী বনেদী পরিবারের মানুষ। হৃদয়ে লালন করেন জাতির পিতার আদর্শ। সাধারণ মানুষের এক অসাধারণ বন্ধু, জাতীয় সংসদ সদস্য ইলিয়াছ মোল্লা। একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবে চলচ্চিত্র শিল্পের মানুষের আপনজন। একজন সফল প্রযোজক তিনি। একঝাঁক চলচ্চিত্র শিল্পীর সাথে সৌজন্য সাক্ষাতে তার অনুপম আতিথেয়তায় মুগ্ধ হলাম।’