ফরিদপুরে বিএনপির সমাবেশস্থল লোকে লোকারণ্য
সাদাকালো নিউজ
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এ সমাবেশ শুরু হয়। আর এ সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশ স্থল।
ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডশেডিং, জ্বালানি তেল ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়া’র মুক্তির দাবিতে দেশের ৮ বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে দলটি চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে সমাবেশ করেছে। আজ ফরিদপুরে সমাবেশ করছে তারা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন ধরে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফরিদপুর জেলা বিএনপি। শুরুতে ফরিদপুর সদরের রাজেন্দ্র কলেজের মাঠে সমাবেশ করার অনুমতি চাই তারা। কিন্তু তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয় শহরের বাইরের কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠ। তারপর থেকেই নানা বাধা-বিঘ্ন উপেক্ষা করে নেতাকর্মীরা আসতে শুরু করেন মাঠে।
ফরিদপুরের স্থানীয় বিএনপি নেতারা জানান, গতকাল শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতারা ফরিদপুরের সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেন। তারা দুপুরে জুম্মার নামাজ সমাবেশ স্থলে আদায় করেন এবং সেখানেই রাত্রিযাপন করেন। সকাল থেকেই স্থানীয় নেতারা সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুরের আগেই পুরো সমাবেশ স্থল লোকারণ্যে পরিণত হয়।
বিএনপির এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিষ্টার শাহজাহাস ওমর, এফ এম কাইয়ুম জঙ্গী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন প্রমুখ।