প্রিয়াংকা-সন্দীপ্তার পর এবার যার প্রেমে মেতেছেন রাহুল
রাকিবুল ইসলাম
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে তাঁর সম্মান এবং সমৃদ্ধি যেমন বাড়ে, তেমনি খ্যাতনামী হওয়ার সুবাদে তাঁর প্রেম, বিচ্ছেদ আর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অনুরাগীদের অন্তহীন আগ্রহ। এক সময়ে যেমন ছিল রাহুল-প্রিয়াংকা, আজ তা সন্দীপ্তা-রাহুল হয়ে রাহুল-রুকমাতে এসে দাঁড়িয়েছে।
রাহুল অবশ্য বরাবর তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। প্রিয়াংকার সঙ্গে ৭ বছরের দাম্পত্য জীবনের অবসান হলেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। তাঁদের একমাত্র সন্তান সহজকে বড় করে তোলা এবং দেখাশোনার দায়িত্বও দু’জনে ভাগ করে নিয়েছেন।
এর পরে অভিনেতা রাহুলের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী সন্দীপ্তার। একবার সন্দীপ্তার জন্মদিনে রাহুল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার সব মন কেমনের ঠিকানা তুই…শুভ জন্মদিন সন্দীপ্তা।’
রুকমার বিষয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘সন্দীপ্তার সঙ্গে বিশেষ সম্পর্ক আমরা কোনও দিন স্বীকার করিনি। ওর সঙ্গে যে ভবিষ্যৎ দেখেছি, এমনও নয়। সে রকম ভাবলে অন্য কথা ছিল। রুকমার কারণে সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক ভেঙেছে, এটা আকাশ-কুসুম স্বপ্ন দেখার মতো!’
টালিউডের অন্দরে গুঞ্জন রয়েছে, সম্প্রতি রুকমার সঙ্গে রাহুল নাকি পাহাড়ে ঘুরে এসেছেন? এমন প্রশ্নে রুহুল বলেন, ‘রুকমা আমার বন্ধু। ওর সঙ্গে বেড়াতে গেলে বুক বাজিয়ে বন্ধুদের দল নিয়ে যাব। এখানে লুকানোর কিছু নেই।’
প্রেম নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি যখনই কাউকে প্রস্তাব দিয়েছি বা পেয়েছি, সব ঘটনাই সহজ সরল ভাবে ঘটেছে। কিন্তু একবারের কথা ভালোই মনে পড়ছে। সেবারই শুধু আমি একটু রোমান্টিক কাণ্ড করেছিলাম। জন্মদিনে রাত ১২টার সময়ে প্রেমিকার বাড়ির জানালার সামনে গিয়ে উপস্থিত হয়েছিলাম।’
কোন প্রেমিকার কথা বললেন রাহুল? এমন প্রশ্নে কোনো ধরনের ধোঁয়াশা রাখেননি অভিনেতা। স্পষ্টই বলে দিলেন, সেই প্রেমিকার নাম প্রিয়াংকা!