প্রাথমিকের দুই শিশু শিক্ষার্থীকে স্কুলের ভেতরে রেখেই তালা
নাফিজা আক্তার
‘ছুটির ঘণ্টা’ ছবির নাম শোনেনি বা দেখেনি, বাংলা চলচ্চিত্রের এমন দর্শক খুব কমই আছে। তবে এবার সিনেমায় নয়, বাস্তবেই এমন একটি ঘটনা ঘটেছে বরিশাল নগরীর নবগ্রাম রোডের ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
গত বুধবার বিকেলে ওই স্কুলের চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থীকে ভেতরে রেখেই গেটে তালা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের চিৎকার ও কান্নাকাটি শুনে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ এসে তাদের উদ্ধার করে।
চতুর্থ শ্রেণি পড়ুয়া মারজান ও আখিঁ জানায়, সেদিন বিকাল শিফটে স্কুলে আসে তারা। সাড়ে ৩টায় শিক্ষক তাদের অংক করতে বলে ক্লাসরুম থেকে বের হয়ে যান।
পরে অংক শেষ করে সাড়াশব্দ না পেয়ে ক্লাস থেকে বের হয়ে ওই দুই শিক্ষার্থী দেখতে পান স্কুলের গেটে তালা। এক পর্যায়ে আতঙ্কিত হয়ে ডাকাডাকি ও চিৎকার করতে শুরু করেন তারা। প্রায় ১ ঘণ্টা পর তাদের শব্দ শুনে ছুটে আসে আশেপাশের লোকজন।
এমন ঘটনা ইচ্ছাকৃত নয় বলে দুঃখপ্রকাশ করেছেন অভিযুক্ত শিক্ষক মাকসুদা বেগম। তিনি বলেন, ‘আমি শোনা মাত্রই ২০ মিনিটের মধ্যে স্কুলে এসেছি। অনাকাঙ্খিতভাবে বাচ্চাদুটো ভেতরেই ছিল। আমি অনেক চেষ্টা করেছি তাদের বের করে আনতে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার বলেন, এটি একটি গর্হিত কাজ হয়েছে। ঘটনা জানতে বৃহস্পতিবার স্কুল পরিদর্শন করেছি। সেই সঙ্গে উপজেলা শিক্ষা অফিসারকে একটি তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।