রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনাকারীরা পেলেন নোবেল শান্তি পুরস্কার
সাদাকালো নিউজ
এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছে বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী বিয়ালিয়াৎস্কি এবং রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।
শনিবার (১০ ডিসেম্বর) নরওয়ের রাজধানী অসলোতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয় নোবেল পুরস্কার।
বেলারুশের বিয়ালিয়াৎস্কি কারাগারে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন এই মানবাধিকার কর্মীর স্ত্রী।
নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তরা ইউক্রেনে যুদ্ধের জন্য পুতিনের সমালোচনাকারী হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরিয়ালের পক্ষ থেকে রাচিনস্কি দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উন্মাদ ও অন্যায় যুদ্ধকে আদর্শিক ও ন্যায্যতার চাদর পরানো হচ্ছে।
