প্রধানমন্ত্রীর জন্মদিনে মুক্তি পাচ্ছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য এনিমেশন ফিল্ম
জহুরা প্রিতু
দেশেই তৈরি হল পূর্ণদৈর্ঘ্য এনিমেশন চলচ্চিত্র। দ্বিমাত্রিক এ সিনেমার নাম ‘মুজিব আমার পিতা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে দেশের প্রথম এই পূর্ণদৈর্ঘ্য এনিমেশন চলচ্চিত্র।
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সিনেমাটি মুক্তি পাবে। এই তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে সিনেমাটি। টানা তিন দিন চলবে বিশেষ প্রদর্শনী। যেখানে পথশিশুসহ সমাজের বিভিন্ন শ্রেণির দর্শকরা ছবিটি দেখবেন।
‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটিকে বলা হচ্ছে দেশের প্রথম ফিচার-লেংথ এনিমেশন ফিল্ম। পরিচালনা করছেন সোহেল মোহাম্মদ রানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী এতে কাজ করেছেন। সিনেমাটির দৈর্ঘ্য ৪৯ মিনিট।