প্রথম ছবির নায়িকা পকেটমার, রশিকতায় অঙ্কুশ
নাফিজা আক্তার
টলিউডের এই সময়ের অন্যতম সুপারহিট নায়ক অঙ্কুশ হাজরা। ২০১০ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম ছবি ‘কেল্লাফতে’। সেই ছবিরই নায়িকা ছিলেন রূপা দত্ত, যিনি সম্প্রতি কলকাতা বইমেলায় পকেট মেরে ধরা খেয়েছেন।
দর্শকেরা হয়তো ভুলে গিয়েছিলেন এই রূপাকে। কিন্তু অঙ্কুশ তার প্রথম ছবির নায়িকাকে কীভাবে ভুলতে পারেন? তবে তখনকার রূপার সঙ্গে এই রূপাকে মেলাতে পারছেন না অভিনেতা।
ভারতীয় একটি গণমাধ্যমকে অঙ্কুশ বলেন, তার মনে পড়ে, খুব বেশি বন্ধুত্ব না হলেও কথাবার্তা হত রূপার সঙ্গে। তার কথা বলা ও হাঁটাচলায় ছিল বেশ আভিজাত্যের ছাপ। নায়কের কথায়, ‘কেল্লাফতে’ ছবির একজন প্রযোজকও ছিলেন রূপা। টাকা ঢেলেছিলেন ছবিতে। যা জানতাম, স্বচ্ছল পরিবার থেকে এসেছিলেন তিনি। কিন্তু বইমেলায় পকেটমারের ঘটনা শুনে চমকে উঠেছি।’
অঙ্কুশের মতে, কেউ অভাবে চুরি করেন, কেউ আবার স্বভাবে। তার কথায়, ‘রূপার ক্ষেত্রে কোনটা, তা জানি না। এতগুলো বছর পেরিয়ে গেছে। ২০১০ সালের পর কোনো যোগাযোগ ছিল না। এমনকি তিনি যে অনুরাগ কাশ্যপের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেছিলেন, সে তথ্যও জানতাম না। আকাশ থেকে পড়েছি আমি।’
সোমবার দুপুরে অঙ্কুশ একটি পোস্ট দেন ইনস্টাগ্রামে। যেখানে ‘কেল্লাফতে’ ছবির একটি গানের দৃশ্য দেখা যাচ্ছে। সমুদ্রের পানিতে নাচছেন অঙ্কুশ-রূপা। ভিডিওর সঙ্গে অঙ্কুশ লিখেছেন, ‘মনে পড়ে প্রথম ছবির কথা। তখন আমার টাকাও ছিল না, তাই মানিব্যাগও ছিল না।’ পাশে হ্যাশট্যাগে ‘থ্যাংকস গড’ লেখা।