প্রতিবন্ধী শিশু কর্মের ফল; নাটকের বার্তা নিয়ে সমালোচনা
সাদাকালো নিউজ ডেস্ক
ঈদের তৃতীয় দিন ‘ঘটনা সত্য’ নামে একটি নাটক চ্যানেল আইতে দেখানো হয়। রাজিব আহমেদের রচনায় ও রুবেল হাসানের পরিচালনায় এতে অভিনয় করেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। নাটকটিতে ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ শিশুদের পাপের ফল হিসেবে উপস্থাপন করা হয়। এরকম ভুল এবং ত্রুটিপূর্ণ বিষয়ের মেসেজ নিয়ে নাটকটি কিভাবে প্রচারিত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।